সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোঅফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মোট ১৩৩২ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।

মোট ৮৪২টি শূন্য পদের বিপরীতে লিখিত পরীক্ষাটি ২২.০৮.২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিত হয়েছিল।

নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এছাড়াও, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিসিয়াল ওয়েবসাইটে (www.bnfe.gov.bd) পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ সতর্কতা: এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার অসদুপায় অবলম্বন বা অনৈতিক কার্যক্রমে জড়িত হওয়া যাবে না। চাকরি প্রাপ্তির জন্য কোনো দুষ্টচক্রের প্ররোচনায় পড়ে অর্থনৈতিক লেনদেন বা চুক্তিতে জড়িত হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা সরাসরি বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়োগ সংক্রান্ত অনিয়ম-দুর্নীতি কোনো ক্রমেই প্রশ্রয় দেওয়া হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ