বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের "সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (১০ম গ্রেড)" পদের বিভাগীয় কোটায় পূরণযোগ্য বাছাই পরীক্ষার পুন:নির্ধারিত কেন্দ্র, সময়সূচি, আসন বিন্যাস ও নির্দেশাবলি প্রকাশ করেছে।
পরীক্ষার্থীদের বেলা ২:০০ মিনিট থেকে ৩:০০ মিনিটের মধ্যে প্রবেশপত্র ও কালো কালির বলপেন নিয়ে নির্ধারিত পরীক্ষা কক্ষে উপস্থিত হতে হবে। বিকাল ৩:০০ মিনিটে পরীক্ষা হলের মূল ফটক বন্ধ করে দেওয়া হবে। উক্ত সময়ের পর কোনো পরীক্ষার্থী পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না।
পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, কোনো প্রকার ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ বা কোনো প্রকার যোগাযোগ যন্ত্র নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) নম্বর কাটা যাবে এবং প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য ১০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ থাকবে।
আবেদনকারীগণ কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লি: এর ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। শুধুমাত্র বিভাগীয় প্রার্থীরাই এই পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ