চট্টগ্রাম বিভাগীয় নির্বাচনি বোর্ড কর্তৃক জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলা ও অধীন উপজেলা নির্বাহী কার্যালয়সমূহে 'সার্টিফিকেট সহকারী' শূন্যপদ পূরণের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত ও ব্যবহারিক পরীক্ষার সমন্বিত ফলাফল প্রকাশ করা হয়েছে। এই ফলাফলের ভিত্তিতে নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে: ২৯ আগস্ট ২০২৫, শুক্রবার, সকাল ১০:০০টা হতে ১১:৩০ ঘটিকা পর্যন্ত, স্থান: বান্দরবান কালেক্টরেট স্কুল ও কলেজ, বান্দরবান পার্বত্য জেলা।
ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে: ৩০ আগস্ট ২০২৫, শনিবার, সকাল ১০:০০ ঘটিকা, স্থান: শহর সমাজ সেবা কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলা।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ৩১ আগস্ট ২০২৫, রবিবার, দুপুর ২:০০ ঘটিকা।
মৌখিক পরীক্ষার কেন্দ্র: কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, আবেদনপত্রের মূলকপি ও প্রবেশপত্র, পাসপোর্ট সাইজের ২(দুই) কপি ছবি, অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, মুক্তিযোদ্ধা/প্রতিবন্ধী সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এর মূলকপি এবং দুই সেট ফটোকপিসহ উপস্থিত থাকতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টি.এ./ডি.এ. প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ