সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

পাওয়ার গ্রীড বাংলাদেশ পিএলসি

পদের নামঃ স্টেশন অ্যাটেনডেন্ট

বিষয়ঃ প্রাথমিক বাছাই (MCQ) পরীক্ষা, তারিখঃ ২৯/০৮/২০২৩, সময়ঃ ৬০ মিনিট, পূর্ণমানঃ ১০০

(প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১.২৫ নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে)

বিঃদ্রঃ পরীক্ষা শেষ হলেই, শুধু প্রশ্নের সমাধান দেওয়া হয়। এখানে কোন প্রকার বেআইনি কোন কাজ করা হয় না। দয়া করে অসৎ উদ্দেশ্যে কেউ আমাদের ফোন দিবেন না। 

যে কোন প্রশ্নের সমাধান পেতে পরীক্ষার প্রশ্ন আমাদের পাঠিয়ে দেনঃ

ইমেইল করুনঃ job.aid@yahoo.com 
whatsapp-01710286369

১. The term 'PC' means
ক) Private Computer খ) Prime Computer
গ) Personal Computer ঘ) Professional Computer
সঠিক উত্তরঃ গ) Personal Computer

২. কম্পিউটার মনিটরের কাজ হলো-
ক) গাণিতিক সমাধান করা খ) লেখা ও ছবি দেখানো
গ) বিভিন্ন কমান্ড দেওয়া ঘ) কোনটি নয়।
সঠিক উত্তরঃ খ) লেখা ও ছবি দেখানো

৩. ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই প্রয়োজন-
ক) ডেটাবেস স্পিড খ) ড্যাটাবেস স্পিড
গ) স্মার্টফোন ঘ) ইন্টারনেট সংযোগ।
সঠিক উত্তরঃ ঘ) ইন্টারনেট সংযোগ

৪. কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত দুইটি অংক কী কী?
ক) ০ ও ১ খ) ০ ও ২ গ) ১ ও ২ ঘ) ১ ও ৩।
সঠিক উত্তরঃ ক) ০ ও ১

৫. কোনটি অপারেটিং সিস্টেম নয়?
ক) লিনাক্স খ) মজিলা গ) উইন্ডোজ ঘ) ইউনিক্স।
সঠিক উত্তরঃ খ) মজিলা

৬. কম্পিউটারের অস্থায়ী স্মৃতি শক্তিকে বলে-
ক) Hard Disc খ) Operating System গ) RAM ঘ) ROM
সঠিক উত্তরঃ গ) RAM

৭. Wifi এর পূর্ণরূপ কী?
ক) Wireless Internet খ) Wireless Field
গ) Wireless Fiber ঘ) Wireless Fidelity।
সঠিক উত্তরঃ ঘ) Wireless Fidelity

৮. কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস?
ক) মনিটর খ) প্রিন্টার গ) স্পিকার ঘ) মাউস।
সঠিক উত্তরঃ ঘ) মাউস

৯. নীচের কোন ফাইল ফরম্যাটটি সাধারণতঃ ছবির জন্য ব্যবহৃত হয়?
ক) AVI খ) JPG গ) DOC ঘ) MP3।
সঠিক উত্তরঃ খ) JPG

১০. MS Word একটি .......... সফটওয়্যার।
ক) ইউটিলিটি খ) ডাটাবেস গ) অ্যাপ্লিকেশন অ্যাসিস্ট্যান্ট ঘ) অ্যাপ্লিকেশন।
সঠিক উত্তরঃ ঘ) অ্যাপ্লিকেশন