সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নম্বর বিভাজন:

লিখিত পরীক্ষা (মোট ৯০ নম্বর):

  • ১। বাংলা: ২৫ নম্বর
  • ২। ইংরেজি: ২৫ নম্বর
  • ৩। গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০ নম্বর
  • ৪। সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি): ২০ নম্বর

মৌখিক পরীক্ষা:

  • মৌখিক পরীক্ষা: ১০ নম্বর

মোট নম্বর:

  • লিখিত পরীক্ষা: ৯০ নম্বর
  • মৌখিক পরীক্ষা: ১০ নম্বর
  • সর্বমোট: ১০০ নম্বর

গুরুত্বপূর্ণ তথ্য:

  • লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
  • লিখিত পরীক্ষার সময়: ৯০ মিনিট।
  • উভয় পরীক্ষার জন্য সর্বনিম্ন পাস নম্বর ৫০%

এই নতুন বিধিমালা অনুযায়ী, মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা হবে। যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ।

কোটায় হয়েছে পরিবর্তনঃ

  • এই বিধিমালায় অধীন সরাসরি নিয়োগযোগ্য ৯৩% পদ মেধাভিত্তিক প্রার্থীদের দ্বারা, তন্মধ্যে ২০% পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের দ্বারা এবং ৮০% পদ অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের দ্বারা মেধাক্রম অনুযায়ী নিয়োগযোগ্য হইবে;
  • এই বিধিমালার অধীন সরাসরি নিয়োগযোগ্য ৫% পদ মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের মধ্য হইতে মেধাক্রম অনুযায়ী নিয়োগযোগ্য হইবে;
  • ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১% কোটা থাকবে।

বিস্তারিত নিচেঃ