সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ০৪ (চার) টি ইঞ্জিনিয়ারিং কলেজ (সিলেট/ময়মনসিংহ/ফরিদপুর/বরিশাল) এর রাজস্ব খাতভুক্ত ১৪-২০তম গ্রেডের ০৯ ক্যাটাগরির ১৬টি শূন্য পদের নিয়োগ পরীক্ষার (লিখিত ও মৌখিক) ফলাফল প্রকাশিত হয়েছে।

নিম্নোক্ত পদসমূহের জন্য প্রার্থীগণকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে:

  • হিসাব রক্ষক: ০১ (এক) জন
  • স্টোর কিপার: ০১ (এক) জন
  • ক্যাশিয়ার: ০৩ (তিন) জন
  • ইলেকট্রিশিয়ান: ০১ (এক) জন
  • ওয়ার্কশপ এ্যাটেনড্যান্ট: ০১ (এক) জন
  • ওয়ার্কশপ এ্যাসিসট্যান্ট (প্রকৌশল): ০৩ (তিন) জন
  • ল্যাব এ্যাসিসট্যান্ড (পদার্থ ও রসায়ন): ০১ (এক) জন
  • মেসেঞ্জার পিওন: ০৩ (তিন) জন
  • অফিস সহায়ক: ০২ (দুই) জন

সুপারিশকৃত প্রার্থীগণের অনুকূলে বিদ্যমান সকল বিধি-বিধান অনুসরণ করে নিয়োগপত্র জারি করা হবে এবং তাদের স্থায়ী ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে।

নিয়োগপত্র জারি এবং যোগদান সংক্রান্ত পরবর্তী নোটিশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে (www.techedu.gov.bd) প্রকাশ করা হবে এবং আবেদনকারীকে প্রদত্ত মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ