বন অধিদপ্তরের ইঞ্জিন ড্রাইভার/ইঞ্জিনম্যান (গ্রেড- ১২) পদে জনবল নিয়োগের ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী ০৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি. তারিখে সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান: ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র (ডিইপিটিসি), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), সোনাকান্দা, নারায়ণগঞ্জ।
ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের মূল কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, কোটা সংক্রান্ত সনদপত্র এবং ইঞ্জিন ড্রাইভার/ইঞ্জিনম্যান এর জন্য দ্বিতীয় শ্রেণির ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ ইত্যাদির মূল কপি ও এক সেট সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।
প্রার্থীদেরকে নির্ধারিত পরীক্ষা শুরুর সময়ের ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই ব্যবহারিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ