বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) কর্তৃক ব্যক্তিগত কর্মকর্তা (১০ম গ্রেড) পদের বাছাই পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
পরীক্ষাটি ৩০ আগস্ট ২০২৫ (শুক্রবার) তারিখে দুপুর ৩:৩০টা থেকে বিকাল ৪:৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রার্থীদের বিকাল ৩:০০টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।
এই পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে এবং পূর্ণমান ১০০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে। পরীক্ষার সময়কাল ১ (এক) ঘন্টা।
পরীক্ষার কেন্দ্রসমূহ হলো:
প্রার্থীদের প্রবেশপত্র ব্যতীত পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না। প্রবেশপত্র কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে ডাউনলোড করা যাবে।
পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস, বই-পুস্তক, ব্যাগ, হাত ঘড়ি, পকেট ঘড়ি, ক্যালকুলেটর (এই পরীক্ষার জন্য) ইত্যাদি বহন সম্পূর্ণ নিষিদ্ধ।
প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে যাদের শ্রুতিলেখক প্রয়োজন, তাদের ১৭ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে কমিশন সচিবালয়ের নন-ক্যাডার (পরীক্ষা) শাখার পরিচালক বরাবর আবেদন দাখিল করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ