বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাদের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের “সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন/মানব সম্পদ)” পদে জনবল নিয়োগের জন্য চূড়ান্তভাবে ২৪ জন প্রার্থীকে নির্বাচন করেছে। পূর্ববর্তী নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই নির্বাচন করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদেরকে শীঘ্রই ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হবে।
নিয়োগপ্রাপ্তদের ০১ (এক) বছর অন-প্রবেশনে থাকতে হবে। অন-প্রবেশনকালীন মূল বেতন মাসিক ৪১,৮০০/- টাকা এবং অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। নিয়োগপত্রের শর্তাবলী অনুযায়ী, পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক হতে হবে এবং যোগদানকালে ডোপ টেস্টের ফলাফল ও স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেট দাখিল করতে হবে।
অঙ্গীকারনামা সম্পাদনের জন্য প্রয়োজনীয় কাগজাদি সংগ্রহের তারিখ: ০৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।
অঙ্গীকারনামা স্বাক্ষরের তারিখ: ০৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।
স্থান: পবিস মানব সম্পদ পরিদপ্তর, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সদর দপ্তর ভবন, ৮ম তলা, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।
অঙ্গীকারনামা স্বাক্ষর না করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। এছাড়াও, যোগদানের ৭ কার্যদিবসের মধ্যে মোটরসাইকেল চালনার লাইসেন্স প্রাপ্তির কার্যক্রম শুরু করতে হবে এবং ১ মাসের মধ্যে স্থাবর-অস্থাবর সম্পত্তির ঘোষণা দিতে হবে। চাকরিতে যোগদানের জন্য কোনো ভ্রমণ বা দৈনিক ভাতা প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ