কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ০৪ (চার) টি ইঞ্জিনিয়ারিং কলেজের রাজস্ব খাতভুক্ত ১৪-২০তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষা গত ২৩ আগস্ট, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।
মৌখিক পরীক্ষা কারিগরি শিক্ষা অধিদপ্তর, এফ-৪/বি, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭-এ নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে:
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের প্রবেশপত্রসহ সকল সনদপত্রের মূল কপি এবং সকল কাগজপত্র ও ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবিসহ এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। এছাড়া, জাতীয় পরিচয়পত্র, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক এবং প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শারীরিক কোটা সংক্রান্ত সনদপত্রের সত্যায়িত কপি সাথে আনতে হবে। বিদেশী ডিগ্রীর ক্ষেত্রে ইকুইভ্যালেন্স সনদ দাখিল করতে হবে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ