খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)-তে ০১ জন বেসরকারি আইনজীবী নিয়োগের জন্য যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: আবেদনকারীকে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনায় কমপক্ষে ১০ (দশ) বছর এবং আপীল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী হতে হবে। সরকারি দপ্তরের বিভিন্ন মহালের (বালুমহাল, পাথর মহাল, জলমহাল, সায়রাত মহাল ইত্যাদি) ইজারা সংক্রান্ত মামলা পরিচালনায় অভিজ্ঞতা থাকা আবশ্যক।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীকে আবেদন ফরমসহ প্রয়োজনীয় কাগজপত্র, যেমন - নাম, পিতা/স্বামী ও মাতার নাম, জন্ম তারিখ, স্থায়ী ও বর্তমান ঠিকানা, চেম্বারের ঠিকানা (যদি থাকে), শিক্ষাগত যোগ্যতার বিবরণ, প্রশিক্ষণ ও অভিজ্ঞতার বিবরণ, বার কাউন্সিলের সনদের অনুলিপি, জাতীয় পরিচয়পত্র এবং সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদন করতে হবে। আবেদন ফরম বিএমডি'র দপ্তর হতে অফিস চলাকালীন সময়ে সংগ্রহ করা যাবে।

আবেদন পাঠানোর ঠিকানা: আবেদনপত্র মহাপরিচালক, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, ১৫৩, পাইওনিয়ার রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ বরাবর পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ১৪ (চৌদ্দ) কার্যদিবসের মধ্যে আবেদন জমা দিতে হবে। এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রদান করা হবে এবং কার্যকাল ০২ (দুই) বছর পর্যন্ত বলবৎ থাকবে, যা উভয় পক্ষের সম্মতিতে ০১ (এক) বছরের জন্য নবায়নযোগ্য।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ