কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) এর “মেশিনিস্ট/টেকনিশিয়ান”, “ওয়ার্ক আ্যাসিস্ট্যান্ট” এবং “অফিস সহায়ক (ওএসএস)” পদে গত ০১-০৮-২০২৫ তারিখে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও বাণিজ্যিক এলাকা, ঢাকা-এ অনুষ্ঠিত নির্বাচনী লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা:

  • মেশিনিস্ট/টেকনিশিয়ান: ৮১ জন
  • ওয়ার্ক আ্যাসিস্ট্যান্ট: ৩৭ জন
  • অফিস সহায়ক (ওএসএস): ১১২ জন


লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিম্নোক্ত কাগজপত্রাদি আগামী ২১-০৮-২০২৫ তারিখ (বৃহস্পতিবার) এর মধ্যে সরাসরি/ডাকযোগে/কুরিয়ার এর মাধ্যমে জমা দিতে হবে।

যে সকল কাগজপত্র জমা দিতে হবে:

  • সদ্য তোলা ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজ ছবি।
  • প্রবেশপত্র, এস.এস.সি/সমমান, এইচ.এস.সি/সমমান পাশের সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট/মার্কসশিটসহ সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি।
  • প্রযোজ্য ক্ষেত্রে ট্রেড কোর্স/সমমান পাশের সনদপত্রের ফটোকপি।
  • প্রযোজ্য ক্ষেত্রে সকল অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি।
  • জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ডের ফটোকপি এবং প্রার্থীর নিজ এলাকার স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর/ওয়ার্ড কমিশনার/দায়িত্বরত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত জাতীয়তা/নাগরিকত্ব সনদপত্রের ফটোকপি।
  • সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত অথবা সরকারি মালিকানাধীন কোম্পানি/প্রতিষ্ঠানে কর্মরতদের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তিপত্র।
  • কোন কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন নেই।


কাগজপত্র জমাদানের ঠিকানা:
উপ-মহাব্যবস্থাপক (এইচআরএম এন্ড এডমিন), কর্পোরেট অফিস, সিপিজিসিবিএল, ঢাকা ইউনিক হাইটস (লেভেল-১৭), ১১৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ইস্কাটন গার্ডেন, ঢাকা।

ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, চাকুরির অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ও জাতীয়তা/নাগরিকত্ব সনদপত্রের মূলকপি সঙ্গে আনতে হবে এবং প্রদর্শন করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ