সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় (বিভাগীয় নির্বাচনী বোর্ড) কর্তৃক হিসাব সহকারী পদের ব্যবহারিক পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ ও তার অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের সাধারণ প্রশাসনের আওতাধীন ৯টি শূন্যপদে জনবল নিয়োগের নিমিত্ত ০৮ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা পূর্বের ২৪ আগস্ট ২০২৫ তারিখের পরিবর্তে ০৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।

মোট ৯৭ জন প্রার্থীকে এই ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে, যাদের রোল নম্বর মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

পরীক্ষার স্থান: সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট, বরইকান্দি, টেকনিক্যাল রোড, দক্ষিণ সুরমা, সিলেট।

গুরুত্বপূর্ণ নির্দেশনা: ব্যবহারিক পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে প্রবেশপত্রসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ