ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অধীন ০৮টি ব্যাংক ও ০১টি আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (সাধারণ) (১০ম গ্রেড) পদের ১৫৯৭টি শূন্য পদের জন্য অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ মোট ১২,৯৯৯ জন প্রার্থীর লিখিত পরীক্ষা ১৫ আগস্ট, ২০২৫ তারিখ, শুক্রবার সকাল ১০:০০টা হতে দুপুর ১২:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্থান: ঢাকা জেলার বিভিন্ন কেন্দ্রে।

লিখিত পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্রই লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘন্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে। কোনো ধরনের কাগজ, বই, মোবাইল ফোন, ক্যালকুলেটর বা ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ