ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের বিভিন্ন শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক (ভাইভা) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। গত ২০/০৬/২০২৫ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

যেসব পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে:

  • সহকারী ব্যবস্থাপক (অর্থ)
  • উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
  • উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)
  • উপ-সহকারী প্রকৌশলী (কম্পিউটার)
  • জুনিয়র সহকারী ব্যবস্থাপক (অর্থ)
  • জুনিয়র সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)

মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান:

সহকারী ব্যবস্থাপক (অর্থ):

  • তারিখ ও সময়: ৩০/০৮/২০২৫, শনিবার, দুপুর ২:০০টা
  • স্থান: বোর্ড কক্ষ, প্রধান কার্যালয়, ডেসকো। ২২/বি, কবি ফররুখ সরণি, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।

উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল):

  • তারিখ ও সময়: ১১/০৮/২০২৫, সোমবার, দুপুর ৩:০০টা; ১২/০৮/২০২৫, মঙ্গলবার, বিকাল ৩:০০টা; ১৩/০৮/২০২৫, বুধবার, বিকাল ৩:০০টা
  • স্থান: বোর্ড কক্ষ, প্রধান কার্যালয়, ডেসকো। ২২/বি, কবি ফররুখ সরণি, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।

উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল):

  • তারিখ ও সময়: ১৮/০৮/২০২৫, সোমবার, বিকাল ৩:০০টা
  • স্থান: বোর্ড কক্ষ, প্রধান কার্যালয়, ডেসকো। ২২/বি, কবি ফররুখ সরণি, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।

উপ-সহকারী প্রকৌশলী (কম্পিউটার):

  • তারিখ ও সময়: ১৯/০৮/২০২৫, মঙ্গলবার, বিকাল ৩:০০টা
  • স্থান: বোর্ড কক্ষ, প্রধান কার্যালয়, ডেসকো। ২২/বি, কবি ফররুখ সরণি, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।

জুনিয়র সহকারী ব্যবস্থাপক (প্রশাসন):

  • তারিখ ও সময়: ২৭/০৮/২০২৫, বুধবার, বিকাল ৩:০০টা এবং ৩০/০৮/২০২৫, শনিবার, সকাল ৯:০০টা
  • স্থান: বোর্ড কক্ষ, প্রধান কার্যালয়, ডেসকো। ২২/বি, কবি ফররুখ সরণি, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।

জুনিয়র সহকারী ব্যবস্থাপক (অর্থ):

  • তারিখ ও সময়: ২০/০৮/২০২৫, বুধবার, বিকাল ৩:০০টা এবং ২৫/০৮/২০২৫, সোমবার, বিকাল ৩:০০টা
  • স্থান: বোর্ড কক্ষ, প্রধান কার্যালয়, ডেসকো। ২২/বি, কবি ফররুখ সরণি, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।

প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনা:

  • পরীক্ষার Admit Card ডেসকো'র অফিসিয়াল ওয়েবসাইট (https://desco.org.bd/) হতে ডাউনলোড করে রঙিন প্রিন্টেড কপিসহ নির্ধারিত তারিখ ও সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
  • মৌখিক পরীক্ষার ১ (এক) ঘণ্টা পূর্বে নিম্নলিখিত প্রমাণক দলিলাদি জমা দিতে হবে:
    1. রঙিন প্রিন্টকৃত Admit Card এর কপি।
    2. শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের মূল কপি ও ১ সেট সত্যায়িত ফটোকপি।
    3. সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থা বা কোম্পানিতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বিভাগীয় অনাপত্তিপত্র (NOC) এর মূল কপি ও সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
    4. কোটা সংক্রান্ত দলিলাদির মূল কপি ও ১ সেট সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
    5. জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও সত্যায়িত ফটোকপি।
    6. ২ কপি সত্যায়িত রঙিন ছবি।
  • পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • Admit Card পরবর্তী ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ