কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ভোকেশনাল শাখা ও শাখাধীন প্রতিষ্ঠানসমূহের রাজস্বখাতভুক্ত ১৩-২০তম গ্রেডের ১৭ ক্যাটাগরির ৭২৯টি শূণ্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।

নিম্নোক্ত পদসমূহের বিপরীতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে:

  • সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: ০১ জন
  • লাইব্রেরিয়ান: ৫১ জন
  • সীট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: ০২ জন
  • হিসাবরক্ষক: ২৮ জন
  • ইউডিএ কাম একাউনটেন্ট: ০৪ জন
  • এলডিএ কাম স্টোর কিপার: ১৭ জন
  • সহকারী কাম স্টোর কিপার: ১১ জন
  • অফিস সহকারী কাম স্টোর কিপার: ৪৬ জন
  • এলডিএ কাম-টাইপিস্ট: ০২ জন
  • সহকারী কাম টাইপিস্ট: ০২ জন
  • অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি/কন্টোল অপারেটর: ২৭ জন
  • কেয়ার টেকার: ৭৪ জন
  • ড্রাইভার কাম মেকানিক: ০২ জন
  • এলডিএ কাম ক্যাশিয়ার: ৭৯ জন
  • অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী: ৪৭ জন
  • অফিস সহায়ক: ৩১৭ জন
  • অফিস সহায়ক/গার্ডেনার: ০৫ জন

চূড়ান্তভাবে সুপারিশকৃত প্রার্থীদের অনুকূলে বিদ্যমান সকল বিধি-বিধান অনুসরণ করে নিয়োগপত্র জারি করা হবে এবং তাদের স্থায়ী ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে। নিয়োগপত্র জারি এবং যোগদান সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট (www.dte.gov.bd) এ প্রকাশ করা হবে এবং আবেদনকারীদের প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ