বাংলাদেশ সরকারী কর্ম কমিশন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম এর ৯ম গ্রেডভুক্ত “জুনিয়র ইন্সট্রাক্টর (কোয়ালিটি কন্ট্রোল)” পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।
পদের নাম: জুনিয়র ইন্সট্রাক্টর (কোয়ালিটি কন্ট্রোল), ৯ম গ্রেড।
পরীক্ষার তারিখ ও সময়: মৌখিক পরীক্ষা ২৪ আগস্ট ২০২৫ তারিখ, রবিবার, সকাল ১০:০০ মিনিট থেকে শুরু হবে।
পরীক্ষার স্থান: বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ভবন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের সকল মূল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। এছাড়াও, কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা মূল আবেদনপত্র (BPSC Form-2) এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের (যেমন: সত্যায়িত ফটোকপি) ১ সেট মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। কিছু নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বরের প্রার্থীদের জন্য কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণ সনদ বা স্নাতকোত্তর ডিগ্রির কারিকুলামে ফিশারিজ বিষয়ক কোর্স সংক্রান্ত প্রত্যয়নপত্রসহ নির্দিষ্ট কিছু অতিরিক্ত কাগজপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। মূল সনদপত্র বা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ