বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম এর ৯ম গ্রেডভুক্ত “জুনিয়র ইন্সট্রাক্টর (কোয়ালিটি কন্ট্রোল)” পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। এই পদের জন্য মোট ৬ জন যোগ্য প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার তারিখ ও সময়: ২৪.০৮.২০২৫ তারিখ, সকাল ১০:০০ টা
স্থান: বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ভবন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল মূল/সাময়িক সনদ, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, অভিজ্ঞতার সনদপত্র (যদি প্রযোজ্য হয়) এবং চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাক্ষরিত ছাড়পত্রের মূল কপি অবশ্যই সঙ্গে আনতে হবে। এছাড়াও, কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত মূল আবেদনপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র (যেমন - সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি, বয়স প্রমাণের সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ও তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি) ১ সেট জমা দিতে হবে। বিস্তারিত তথ্যের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দেশনা অনুসরণ করার অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ