তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অফিস আদেশ অনুযায়ী, রাজস্ব খাতভুক্ত "সীট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর" পদে মোট ০৪ (চার) জন প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর গ্রেড-১৩ অনুযায়ী (বেতন স্কেল: ১১০০০-২৬,৫৯০/-) এই নিয়োগ অস্থায়ী ভিত্তিতে প্রদান করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীদেরকে সরকারি চাকুরিতে যোগদানের সময় সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদ, ডোপ টেস্ট সনদসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী সনদপত্রের সত্যায়িত কপি এবং ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে। এছাড়া, ৩০০ (তিনশত) টাকা মূল্যের নন-জুডিসিয়াল স্ট্যাম্পে যৌতুক না নেওয়ার অঙ্গীকারপত্র দাখিল করতে হবে।

নিয়োগপ্রাপ্তগণ ০২ (দুই) বছর শিক্ষানবিস হিসেবে নিযুক্ত থাকবেন এবং পরবর্তীতে বিধিমালা অনুযায়ী চাকরিতে স্থায়ী হবেন।

চাকুরিতে যোগদানের সর্বশেষ তারিখ: ০৭ আগস্ট ২০২৫। আগ্রহী প্রার্থীগণকে উক্ত তারিখের পূর্বাহ্নে অতিরিক্ত সচিব (প্রশাসন), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। উল্লিখিত তারিখে যোগদানে ব্যর্থ হলে এই নিয়োগাদেশ বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ