ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক বিভিন্ন পদে নির্বাচিত ১৩ জন প্রার্থীর জন্য নিয়োগ আদেশ জারি করা হয়েছে। এই নিয়োগ আদেশের মাধ্যমে কম্পিউটার অপারেটর, লাইব্রেরী সহকারী, হিসাব সহকারী এবং সার্টিফিকেট সহকারী পদে মোট ১৩ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের আগামী ০৪/০৮/২০২৫ তারিখের মধ্যে জেলা প্রশাসক, ময়মনসিংহ বরাবর স্ব স্ব পদে যোগদানপত্র দাখিল করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে তাদের নিয়োগাদেশ বাতিল বলে গণ্য হবে।
যোগদানের সময় সকল সনদপত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩ কপি রঙ্গিন ছবি এবং এই নিয়োগ আদেশের মূলকপি প্রদর্শনপূর্বক অনুলিপি দাখিল করতে হবে।
নিয়োগপ্রাপ্ত সকলকে ২ (দুই) বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। শিক্ষানবিশ মেয়াদ চলাকালে কারও আচরণ ও কর্ম সন্তোষজনক বিবেচিত না হলে অথবা কর্মদক্ষ হওয়ার সম্ভাবনা না থাকলে চাকুরি হতে অব্যাহতি প্রদান করা হবে।
আবেদনপত্রের সাথে দাখিলকৃত তথ্যাদিতে কোনো তথ্য গোপন করে কিংবা ভুল/মিথ্যা তথ্য প্রদান করে বা কোনো ধরনের জালিয়াতি করে চাকুরীতে নিয়োগপ্রাপ্ত হলে তাঁর নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ