সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্টিজ কর্পোরেশন (BCIC) কর্তৃক সংস্থাধীন কারখানাসমূহের অনুমোদিত শূন্য পদের বিপরীতে ৯ম ও ১০ম গ্রেডে ১৯৩ জন কর্মকর্তা নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।

গত ০১/০৮/২০২৪ তারিখে অনুষ্ঠিত পরীক্ষা/বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।

নিম্নোক্ত পদসমূহে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে:

  • চিকিৎসা কর্মকর্তা: মোট ০১ জন
  • হিসাব/অর্থ/নিরীক্ষা কর্মকর্তা: মোট ০৪ জন
  • সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক): মোট ১৪ জন
  • সহকারী রসায়নবিদ: মোট ০২ জন
  • সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): মোট ১৯ জন
  • সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): মোট ১৮ জন
  • সহকারী প্রকৌশলী (সিভিল): মোট ০৪ জন
  • সহকারী প্রশাসনিক কর্মকর্তা: মোট ১৩ জন
  • সহকারী নিরাপত্তা কর্মকর্তা: মোট ০৩ জন
  • সহকারী হিসাব/অর্থ/নিরীক্ষা কর্মকর্তা: মোট ০৮ জন
  • সহকারী বাণিজ্যিক কর্মকর্তা: মোট ১০ জন
  • উপ-সহকারী রসায়নবিদ: মোট ২৯ জন
  • উপ-সহকারী প্রকৌশলী (কেমিক্যাল): মোট ০২ জন
  • উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): মোট ১৫ জন
  • উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): মোট ১৬ জন
  • উপ-সহকারী প্রকৌশলী (সিভিল): মোট ০৪ জন

নির্বাচিত প্রার্থীদের নামে পরবর্তীতে নিয়োগপত্র ইস্যু করা হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি পরবর্তীতে বিসিআইসির ওয়েবসাইটে (www.bcic.gov.bd) প্রকাশ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ