বাংলাদেশ পর্যটন করপোরেশনের বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষা গত ২৬-০৭-২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।
যেসব পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে:
- সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
- হিসাব রক্ষণ কর্মকর্তা
- উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
- সহকারী বাণিজ্যিক কর্মকর্তা
- সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা
- হিসাবরক্ষক
পরীক্ষার তারিখ, সময় ও পদ অনুযায়ী বিবরণ:
- ০৪/০৮/২০২৫ (সোমবার):
- সকাল ১০:০০টা: সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) (১১ জন প্রার্থী), উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) (৭ জন প্রার্থী)
- বিকাল ০২:৩০টা: হিসাব রক্ষণ কর্মকর্তা (৪১ জন প্রার্থী)
- ০৬/০৮/২০২৫ (বুধবার):
- সকাল ১০:০০টা: সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা (৩৪ জন প্রার্থী)
- বিকাল ০২:৩০টা: হিসাবরক্ষক (৩০ জন প্রার্থী)
- ০৭/০৮/২০২৫ (বৃহস্পতিবার):
- সকাল ১০:০০টা: সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (৩০ জন প্রার্থী)
- বিকাল ০২:৩০টা: সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (৩০ জন প্রার্থী)
- ০৮/০৮/২০২৫ (শুক্রবার):
- সকাল ১০:০০টা: সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (২৩ জন প্রার্থী)
- বিকাল ০২:৩০টা: হিসাবরক্ষক (৩৮ জন প্রার্থী)
পরীক্ষার স্থান:
বাংলাদেশ পর্যটন করপোরেশন এর প্রধান কার্যালয় (লেভেল- ৩, পর্যটন ভবন, ই-৫ সি/১, পশ্চিম আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭)।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
- মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত স্থানে নির্ধারিত সময়ের অন্তত ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে উপস্থিত থাকতে হবে।
- মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে প্রাসঙ্গিক সকল সনদের মূলকপি, জাতীয় পরিচয়পত্র, আবেদনকারীর কপি (এপ্লিকেন্ট'স কপি) ও প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
- সম্প্রতি তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ উল্লিখিত সকল কাগজপত্রের ০১ (এক) সেট গেজেটেড কর্মকর্তার দ্বারা সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।
- মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রার্থীকে ভ্রমণ ভাতা অথবা দৈনিক ভাতা প্রদান করা হবে না।
- মৌখিক পরীক্ষার ফলাফল বাংলাদেশ পর্যটন করপোরেশনের ওয়েবসাইটে (bangladeshparjatan.gov.bd) প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ