বন অধিদপ্তরের গাড়ীচালক পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

গাড়ীচালক পদের ব্যবহারিক পরীক্ষা ২১, ২২, ২৩, ২৪ ও ২৫ জুলাই ২০২৫ তারিখে জাতীয় উদ্ভিদ উদ্যান, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। এতে মোট ৭৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ শনিবার অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১০:০০ ঘটিকায় এবং দুপুর ০২:০০ ঘটিকায় বন ভবন, আগারগাঁও, ঢাকায় রক্তন সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার জন্য কোনো নতুন প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল/সাময়িক সনদপত্র, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্রের কপি, নাগরিকত্ব সনদপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য প্রয়োজনীয় সকল কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির ১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ