বাংলাদেশ ডাক বিভাগ, পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা-এর অধীনে “ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস/ইন্সপেক্টর অব রেলওয়ে মেইল সার্ভিস/ইন্সপেক্টর অব পিএলআই/ইন্সট্রাক্টর, পিটিসি (ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস)/ইন্সট্রাক্টর, পিটিসি (ইন্সপেক্টর অব আরএমএস)” (গ্রেড-১২) পদে নিয়োগের জন্য সাময়িকভাবে মোট ০৭ (সাত) জন প্রার্থীকে মনোনীত করা হয়েছে।

মনোনীত প্রার্থীদের অনুকূলে ইতোমধ্যেই ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হয়েছে।

সকল নির্বাচিত প্রার্থীকে আবশ্যিকভাবে আগামী ১০/০৮/২০২৫ খ্রিঃ তারিখে পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল, ঢাকায় যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

যদি কোনো প্রার্থী উল্লিখিত তারিখের পূর্বে তার নিয়োগপত্র না পান, তবে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (সংযুক্ত) এর টেলিফোন নম্বর ০২-২২২৩৩৮৯০৩১-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ