জেলা প্রশাসকের কার্যালয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ০৯টি শূন্য পদে জনবল নিয়োগ করা হবে।


পদের নাম ও সংখ্যা:

  • কম্পিউটার অপারেটর: ০১টি পদ
  • বেঞ্চ সহকারী: ০৮টি পদ

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • কম্পিউটার অপারেটর: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজীতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে।
  • বেঞ্চ সহকারী: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।


বয়সসীমা:

২৪ জুলাই ২০২৫ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে, কম্পিউটার অপারেটর পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।


আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা http://dc.rangamati.gov.bd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।


গুরুত্বপূর্ণ তারিখ ও সময়:

  • অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু: ২৪ জুলাই ২০২৫, সকাল ০৯:০০ টা
  • অনলাইনে আবেদনপত্র জমাদান শেষ: ১৪ আগস্ট ২০২৫, বিকাল ০৪:০০ টা
  • ফি পরিশোধের শেষ সময়: অনলাইনে আবেদনপত্র সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে।

আবেদন ফি:

কম্পিউটার অপারেটর ও বেঞ্চ সহকারী পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা। তবে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- টাকা এবং সার্ভিস চার্জ বাবদ ০৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা।


পরীক্ষার তথ্য:

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এবং পরীক্ষার তারিখ, সময় ও স্থান সম্পর্কিত তথ্য যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে SMS এর মাধ্যমে এবং ওয়েবসাইটে যথাসময়ে জানানো হবে।


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ