মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর সাংগঠনিক কাঠামোভুক্ত অধ্যাপক (গ্রেড-৩) এবং সহকারী অধ্যাপক (গ্রেড-৬) পদে সরাসরি নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

পদের নাম:

  • অধ্যাপক (গ্রেড-৩) - কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই)
  • সহকারী অধ্যাপক (গ্রেড-৬)

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক আবেদনকৃত প্রার্থীদের মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উল্লিখিত পদসমূহে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণের অনুকূলে প্রচলিত বিধি-বিধান অনুসরণপূর্বক নিয়োগপত্র প্রেরণ করা হবে।

প্রার্থীদের আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদি এবং দাখিলকৃত সনদপত্র যাচাইয়ে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল বলে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ