বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) কর্তৃক রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদের বাছাই (Preliminary) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ২৮ জুন ২০২৫ তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

০৯ ডিসেম্বর ২০১৯ তারিখের বিজ্ঞপ্তি নম্বর (১২২-১২৫)/২০১৯ এবং ০৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের বিজ্ঞপ্তি নম্বর (০৭-১৭)/২০২৩ এর পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রেশনকারী এবং পছন্দক্রম প্রদানকারী প্রার্থীদের মধ্য থেকে লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও নির্বাচিত প্রার্থীর সংখ্যা:

  • উপসহকারী প্রকৌশলী (স্টোর), ২০২৩: ২৮৩ জন
  • উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), ২০১৯: ১৮২ জন
  • উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ২০২৩: ৬৯৪ জন
  • উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল), ২০১৯: ১৭৬ জন
  • উপসহকারী প্রকৌশলী (ট্রেন এক্সামিনার), ২০১৯: ১২ জন
  • উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল/ট্রেন এক্সামিনার/ডইং), ২০২৩: ৪২৩ জন
  • উপসহকারী প্রকৌশলী (ওয়ে), ২০২৩: ৫৭৪ জন
  • উপসহকারী প্রকৌশলী (ওয়ার্কস), ২০১৯: ১৭৮ জন
  • উপসহকারী প্রকৌশলী (ওয়ার্কস), ২০২৩: ২৮৫ জন
  • উপসহকারী প্রকৌশলী (ব্রীজ), ২০২৩: ৭৮ জন
  • উপসহকারী প্রকৌশলী (এসন্টিমেটর), ২০২৩: ১০৪ জন
  • উপসহকারী প্রকৌশলী (সিভিল ড্রইং), ২০২৩: ৯৪ জন
  • উপসহকারী প্রকৌশলী (সিগন্যাল/টেলিকমিউনিকেশন), ২০২৩: ৩৯৬ জন
  • উপসহকারী প্রকৌশলী (এস্টেট), ২০২৩: ১৯ জন
  • উপসহকারী প্রকৌশলী (মেরিন), ২০২৩: ১৫ জন

বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার স্থান, তারিখ, সময়সূচি ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্যাবলি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ