অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের রাজস্ব খাতভুক্ত "ক্যাশিয়ার" পদে একজন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হয়েছে। এই নিয়োগ “মন্ত্রণালয় ও বিভাগসমূহের হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৮” অনুযায়ী করা হয়েছে।


নিয়োগপ্রাপ্ত ব্যক্তি জাতীয় বেতনস্কেল-২০১৫ এর ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪) বেতনস্কেলে অস্থায়ীভাবে নিয়োগ পেয়েছেন।


নিয়োগের শর্তাবলী:

  • যোগদানের তারিখ হতে এ নিয়োগ কার্যকর হবে এবং ০২ (দুই) বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকবেন।
  • পুলিশ প্রতিবেদন সন্তোষজনক না হওয়া পর্যন্ত এই নিয়োগ সাময়িক বলে বিবেচিত হবে।
  • যোগদানের সময় সিভিল সার্জন কর্তৃক শারীরিক যোগ্যতা ও মাদকাশক্তি বিষয়ক সনদ (ডোপ টেস্ট) দাখিল করতে হবে।


নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে আগামী ১৭.০৭.২০২৫ তারিখ রোজ বৃহস্পতিবার পূর্বাহ্নে যুগ্মসচিব (প্রশাসন), অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকায় যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ