বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত “উপসহকারী কৃষি কর্মকর্তা বা উপসহকারী উদ্যান কর্মকর্তা বা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বা উপসহকারী প্রশিক্ষক বা উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা” পদের বাছাই পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় প্রায় ৮ লক্ষ প্রার্থী অংশগ্রহণ করবে।
পরীক্ষার তারিখ:
১১ জুলাই ২০২৫, শুক্রবার
পরীক্ষার সময়:
বেলা ৩:৩০ মিনিট থেকে ৪:৩০ মিনিট পর্যন্ত (মোট ১ ঘণ্টা)
পরীক্ষার স্থান: ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে
গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী:
- পরীক্ষার্থীদের বেলা ২:৩০ মিনিট থেকে ৩:০০ মিনিটের মধ্যে নিজ নিজ আসনে প্রবেশ করতে হবে।
- প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে।
- মোট ১০০টি প্রশ্ন থাকবে এবং পূর্ণমান ১০০।
- পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ, হাত ঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
- প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। প্রবেশপত্র কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd) থেকে ডাউনলোড করা যাবে।
- প্রতিবন্ধী পরীক্ষার্থীদের শ্রুতিলেখক প্রয়োজন হলে ০২.০৭.২০২৫ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ