বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সম্প্রতি 'ড্রাফটসম্যান গ্রেড-৪' পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এই পদের জন্য মোট ১১ (এগারো) জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে:

  • পরীক্ষার তারিখ: ২৯ জুন, ২০২৫ খ্রি. (রবিবার)
  • সময়: বিকাল ৪:০০ ঘটিকা
  • স্থান: কর্মচারী প্রশাসন পরিদপ্তর (৪র্থ তলা), সদর দপ্তর ভবন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রার্থীদের লিখিত (রচনামূলক) পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। Online-এ আবেদনের পর প্রাপ্ত Applicant's Copy ও Photo (২ কপি) মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।

এছাড়াও, মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, অভিজ্ঞতা সনদ (যদি প্রযোজ্য হয়), সর্বশেষ অধ্যয়নকৃত প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র/প্রশংসাপত্র, জাতীয় পরিচয়পত্র, জাতীয়তা/নাগরিকত্ব সনদ ইত্যাদি নিয়োগ কমিটির নিকট প্রদর্শন করতে হবে। সকল কাগজপত্রের ০২ (দুই) সেট সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি সত্যায়িত রঙিন ছবি মৌখিক পরীক্ষার সময় জমা প্রদান করতে হবে।

প্রাক্‌ চাকরি বৃত্তান্ত যাচাই ফরম (পুলিশ ভেরিফিকেশন ফরম) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে উভয় পৃষ্ঠায় মুদ্রণ করে ফরমের সকল তথ্য পূরণ ও স্বাক্ষর করে সংশ্লিষ্ট কাগজপত্রসহ ফরমের তিন কপি মৌখিক পরীক্ষার দিন জমা দিতে হবে।

নির্বাচিত প্রার্থীদেরকে নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বে উপস্থিত থাকতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রার্থীকে টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ