এনটিআরসিএ কর্তৃক প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়ােগের লক্ষ্যে সারাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত শূন্যপদের ই-চাহিদার ভিত্তিতে ২৪ জানুয়ারি ২০১৪ তারিখে ৩১,৬৬৫ জন শিক্ষক প্রার্থীকে অনলাইনে মেধার ভিত্তিতে Automated প্রক্রিয়ায় নিয়ােগের জন্য সুপারিশ করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানাে যাচ্ছে যে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের ৩১ মার্চ ২০১৯ তারিখের ৫৭.০০.০০০০.০৮৫.৪৫.০১৮.১৯-৩৫ সংখ্যক স্মারকের পরিপত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামাে ও এমপিও নীতিমালা -২০১৮ এর পরিশিষ্ট “ঘ” এ ২৬ নং ক্রমিকে বর্ণিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) এর সহকারী শিক্ষক (কৃষি) পদে নিয়ােগের ক্ষেত্রে বি.এড ডিগ্রির আবশ্যকতা নেই মর্মে সংশােধনী জারি করা হয়েছে । সুতরাং এনটিআরসিএ কর্তৃক দেশের বিভিন্ন মাদ্রাসায় সহকারি শিক্ষক (কৃষি) পদে নিয়ােগের জন্য সুপারিশপ্রাপ্ত সকল শিক্ষকদের যােগদানের ক্ষেত্রে বর্ণিত সংশােধিত শিক্ষাগত যােগ্যতা প্রযােজ্য হবে।

বিস্তারিত নিচেঃ