পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এর MCQ পরীক্ষার ফলাফল প্রকাশ
পদের নাম : জুনিয়র হিসাব সহকারী
ফলাফল নিচে দেখুন-
আজকের পরীক্ষায় Math Password বই থেকে ১৫ মার্কের মধ্যে ১৪ মার্ক কমন ছিল
মাত্র ১৫০ পৃষ্ঠার একটি ছোট বই (Math Password) আপনার গণিতের জটিলতা ও ভয়কে সমাধান করে দিবে।
আপনি কি গণিতে দুর্বল? চাকরির পরীক্ষায় গণিতে ভাল ফলাফল করতে পারছেন না? বা পরীক্ষার আগে গণিতে দ্রুত রিভিশন দিতে পারছেন না?
এজন্য আপনাকে সবাই উপদেশ দিচ্ছে শত শত পৃষ্ঠার গণিত বই পড়ার? তাহলে বিষয়টি এমন হলো যে আপনি এক মণ ওজনের ভার বহন করতে পারছেন না, আপনাকে বলা হচ্ছে ২০ মণ ওজনের ভার আগে বহন করেন, তাহলে আপনি ১ মণ ওজনের ভার তুলতে পারবেন। বিষয়টি কতটা বাস্তব সম্মত?
গণিতে ভাল করতে চাইলে বা আপনি গণিতে দুর্বলতা দূর করতে চাইলে আপনাকে সর্বপ্রথম কৌশল ঠিক করতে হবে কিভাবে আপনি কম গণিত শিখে পরীক্ষায় ভাল মার্ক পেতে পারেন। চাকরির পরীক্ষায় গণিত ৮০-৯০% প্রশ্ন রিপিট হয়ে থাকে, মানে নিয়ম একই থাকে শুধু সংখ্যার পরিবর্তন হয়। আপনি যদি প্রতিটা অধ্যায় থেকে ৮-১০ টাইপের গণিত অনুশীলন করেন তাহলে দেখা যাবে প্রতিটা চাকরির পরীক্ষায় এখান থেকেই ৮০%+ গণিত কমন পাবেন। গত চার বছরের চাকরির পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে কমন প্রশ্নের % (পার্সেন্টেজ) যাচাই করা হয়েছে।
যেমনঃ
শতকরা: এই অধ্যায় থেকে ২০২৩ এবং ২০২৪ সালে যতো প্রশ্ন হয়েছে, এর মধ্যে এই ৮-১০ টাইপ থেকেই কমন ছিল ৭৯ টি প্রশ্ন।
বীজগণিতের সূত্রাবলী: এই অধ্যায়ের দুইটা নিয়ম এবং অন্যান্য অংশ থেকেই ২০২৩ এবং ২০২৪ সালে প্রশ্ন কমন এসেছে মোট ১৭৩ টি।
এরকম একই ধরণের নিয়মগুলো থেকেই ৮০%+ প্রশ্ন কমন (রিপিট) হয়ে থাকে। মাত্র ১৫০ পৃষ্ঠার একটি ছোট বই (Math Password) আপনার গণিতের জটিলতা ও ভয়কে সমাধান করে দিবে। তাই আর নয় গণিতে ভয়, এসো Math Password পড়ি, আর গণিতকে জয় করি ।
বইটির মূল্যঃ ১২৫ টাকা
জেলা শহরের লাইব্রেরিতে বইটি পাওয়া যাচ্ছে....