আপনার লক্ষ্য যদি শুধু শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয় , তাহলে MCQ পরীক্ষার জন্য (জব'স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্পেশাল শর্ট সাজেশন ও মডেল টেস্ট ) পড়ুন বইটির ২য় সংস্করণ । শর্ট সাজেশন মাত্রঃ ১৯১ পৃষ্ঠা + মডেল টেস্ট ১৭তম নিবন্ধন পরীক্ষায় কমন ছিলঃ 

স্কুল পর্যায়- ৫৭টি  

স্কুল পর্যায় ২ -৫৬টি  

কলেজ পর্যায়-৫০টি

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আগামী মার্চে হতে পারে। তবে মার্চের কোন তারিখে পরীক্ষা নেওয়া হবে, সেটি এখনো নির্দিষ্ট করা হয়নি। মার্চে পরীক্ষা গ্রহণের জন্য ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আজ মঙ্গলবার এনটিআরসিএর পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মো. আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা মার্চে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে কোন তারিখে হবে, তা এই মুহূর্তে বলতে পারছি না।’

আপনার জেলা শহরে কোন কোন লাইব্রেরিতে  বইটি পাবেনঃ Click Here 


মো. আবদুর রহমান বলেন, ‘এ পরীক্ষার সঙ্গে আরও অন্যান্য সংস্থা জড়িত। বিজি প্রেসের প্রশ্ন ছাপানোর বিষয় রয়েছে, যেসব জেলায় পরীক্ষা হবে, সেসব জেলায় আয়োজনের বিষয় রয়েছে। এগুলোর পরিপ্রেক্ষিতে হয়তো মার্চে হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু নির্দিষ্ট তারিখ এখনো বলতে পারছি না।’


প্রথমআলো-