১। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে হবে? 

উত্তরঃ বিভিন্ন জাতীয় পত্রিকাতে দিয়েছিল ১৫ মার্চ থেকে পরীক্ষা শুরু হবে । তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অফিসিয়াল ভাবে এখন পর্যন্ত কোন তারিখ প্রকাশ করে নি । 

২।  ভাই ফেসবুকে দেখলাম তিন ধাপে পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে কিন্ত আপনারা কোন পোস্ট করেন নি কেন? 

উত্তরঃ প্রথম কথা হচ্ছে ফেসবুকে যারা পোস্ট করেছে,  তারা তো পরীক্ষা নিবে না।কোন পরীক্ষার সময়সূচী প্রকাশ হলে জাতীয় পত্রিকাতে দিবে অথবা অফিসিয়াল ভাবে প্রকাশ করবে। যতক্ষণ পর্যন্ত আমরা কোন নিউজের সত্যতা পাবো না, ততক্ষণ পর্যন্ত আমরা সেই নিউজ প্রকাশ করবো না।২০১৮ সালে যে পরীক্ষা গুলো হয়েছে ,সকল পরিক্ষার সময়সূচী ও জেলার নাম পরীক্ষার ৭দিন আগে প্রকাশ করেছিল তাই অপেক্ষা করেন ।  ফেসবুকে যে কেউ ইচ্ছে মত একটা তারিখ প্রকাশ করতেই পারে , কেউ ধরে রাখতে পারবে না। তাই এই বিষয়গুলোতে মাথা না দেওয়া ভাল।#Android App: Jobs Exam Alert     

৩। প্রথম ধাপে 15 তারিখ , দ্বিতীয় ধাপে 22 তারিখ ও তৃতীয় ধাপে 29 মার্চ  এই পরীক্ষার তারিখ গুলো ঠিক কিনা? 

উত্তরঃ আমাদের জানা নাই , এইটা ঠিক কি না। তবে যে কোন নিউজ বা পরীক্ষার তারিখ প্রকাশ হলে নিউজ পেপারে অথবা সেই প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়ে থাকে। এই নিউজের কোন বাবা মা নাই , তাই এইটা একটা ভুয়া নিউজ।এই নিউজটা তৈরি করা হয়েছে এই ভাবে ১৫ তারিখে পরীক্ষা শুরু হলে পরের ধাপে পরীক্ষা তো ২২ তারিখে হবেই এই জন্য তারা শুধু মনের মত করে জেলার নাম দিয়ে নিউজ তৈরি করেছে ।#Android App: Jobs Exam Alert    

৪। ১৫ মার্চ পরীক্ষা কোন কোন জেলাতে পরীক্ষা  হবে? 

উত্তরঃ  এখন পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই বিষয়ে কিছু বলে নাই। তাই দয়া করে অপেক্ষা করেন ।

৫। ভোটের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে ??? 

উত্তরঃ ভাই কি আর বলবো , প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাজ যদি ফেসবুকের ব্যবহার কারি কিছু বলদ করে তা হলে বলার কিছু নাই। কোন কিছু হলেই সেই বিষয় নিয়ে ভুয়া পোস্ট করা শুরু করে দেয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই বিষয়ে এখন পর্যন্ত কিছু বলে নাই ।  

৬। ভাই বিভিন্ন জায়গায় পরীক্ষার বিভিন্ন তারিখ দেখে অনেক টেনশনে আছি? 

উত্তরঃ  এই প্রশ্ন শুনে সত্যি অনেক হাসি পায় , আরে ভাই পরীক্ষা কবে হবে এইটা নিয়ে টেনশনের কি আছে ? আপনি টেনশন করবেন পরীক্ষাতে টিকতে পরবেন কি না এই বিষয় নিয়ে । পরীক্ষা আগামীকাল হলে কি সমস্যা,  যদি আপনি পরীক্ষার জন্য প্রস্তুত থাকেন । #Android App: Jobs Exam Alert  


শেষ কথাঃ আপনাদের কে বিশেষ ভাবে অনুরোধ করবো ফেসবুকে কে কি পোস্ট দিয়েছে এইটা নিয়ে দয়া করে মাথা খারাপ করবেন না , সাথে ফেসবুকের বিষয় গুলো নিয়ে আমাদের ফোন দিবেন না।ফেসবুকে যে যার মত পোস্ট দিবে,  এইটার সত্যতা যাচাই করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমরা কোন নিউজ জানতে পারলে আপনাদের জানিয়ে দিবো।