সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপােরেশন(বিসিক) কর্তৃক বাস্তবায়িত ০৪টি দারিদ্র্য বিমােচন মূলক প্রকল্প যথাঃ (০১) মহিলা শিল্পোদ্যোক্তা উন্নয়ন কর্মসূচী (উইডিপি) (০২) আয়বর্ধক কর্মকান্ডের মাধ্যমে দারিদ্র বিমােচন প্রকল্প (০৩) গ্রামীণ শিল্প উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি তেজীকরণ প্রকল্প ও (০৪) ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে আত্মকর্মসংস্থান প্রকল্পে পিয়ন-কাম-গার্ড পদে প্রকল্পের কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত যারা কর্মরত ছিলেন তাদের মধ্য থেকে ক্ষুদ্র, মাইক্রো ও কুটির শিল্প ফাউন্ডেশন (এসএমসিআইএফ)-এ প্রয়ােজনীয় সংখ্যক পিয়ন-কাম-গার্ড নিয়ােগের লক্ষ্যে নিম্নলিখিত সিডিউল অনুযায়ী সাক্ষাৎকার নেয়া হবে । উক্ত সাক্ষাৎকারে যথাসময়ে নিম্নোক্ত ক্রমিক নং-০২ এ বর্ণিত কাগজপত্রাদি সহকারে উপস্থিত থাকার জন্য অনুরােধ করা হল। উল্লেখ্য যে, প্রার্থীদের স্থায়ী ঠিকানায় রেজিস্ট্রার্ড ডাকযােগে ইতােমধ্যে সাক্ষাৎকার পত্র প্রেরণ করা হয়েছে। এছাড়া বিসিকের সংশ্লিষ্ট জেলা কার্যালয়গুলােতে সাক্ষাৎকার পত্রের অনুলিপি প্রেরণ করা হয়েছে। কেউ সাক্ষাৎকারপত্র না পেলে বিসিকের সংশ্লিষ্ট জেলা কার্যালয় থেকে অনুলিপি অথবা প্রধান কার্যালয় থেকে ডুপ্লিকেট কপি সংগ্রহ করা যাবে ।

 সাক্ষাৎকারের তারিখ ও সময়ঃ ১৩.০৩.২০১৯, বুধবার, সকাল ১০.০০ ঘটিকা

সাক্ষাৎকারের স্থান ও যুগ্ম-সচিব (জাস ও সমন্বয়), শিল্প মন্ত্রণালয়-এর অফিস কক্ষ (শিল্প মন্ত্রণালয়ের ৫ম

তলা, কক্ষ নং-৫১৩, ৯১ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০)। ০২. সাক্ষাৎকারের সময় যে সকল কাগজপত্র সাথে আনতে হবে ? ক) জাতীয় পরিচয় পত্র খ) ইউপি চেয়ারম্যান/পৌর মেয়র/সিটি কর্পোরেশন এর কাউন্সিলর কর্তৃক

প্রদত্ত নাগরিকত্ব সনদ পত্র গ) সাম্প্রতিক কালে তােলা ০২ কপি পাসপাের্ট সাইজের ছবি ঘ) সংশ্লিষ্ট প্রকল্পের চাকুরিতে নিয়ােগপত্র, যােগদান পত্র, চাকুরি হতে অব্যাহতি পত্র এবং প্রকল্পে

চাকুরিরত থাকার স্বপক্ষে অন্যান্য প্রয়ােজনীয় কাগজপত্রাদি। ০৪. নির্ধারিত তারিখ ও সময়ে সাক্ষাৎকারে উপস্থিত হতে ব্যর্থ হলে, এ বিষয়ে পরবর্তীতে কোন দাবি গ্রহণযোগ্য

হবে না