আজকের অধ্যায়ের নামঃ বাংলা ভাষা, ব্যাকরণ ও আলোচ্য বিষয়, ধ্বনি ও বর্ণ (পৃষ্ঠা নং: ০৬-১২) 

এই অধ্যায়ের যে কোন সমস্যা থাকলে Ask Your Teacher এ গিয়ে প্রশ্ন করুন। আগামীকাল থেকে বিকাল ৫-৬টায় আপনারা অধ্যায়ের যেকোন সমস্যা থাকলে প্রশ্ন করতে পারবেন। 

এই অধ্যায়ে জটিলতা আছেঃ

বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়ে অংশে আমাদের একটা নোট মিস হয়েছে। নতুন বোড ব্যাকরণ অনুসারে বাগধারা অর্থতত্ত্বের অংশ এবং প্রচলিত ব্যাকরণ অনুসারে বাক্যতত্ত্বের অংশ ।কারক  বাক্যতত্ত্বের অংশ এবং প্রচলিত ব্যাকরণ শব্দতত্ত্বের অনুসারে অংশ । পরীক্ষায় যে কোন একটা থাকতে পারে। এই প্রশ্ন পরীক্ষায় বেশি ভাগ ক্ষেত্রেই থাকবে না। যদি দুইটাই থাকে কোন উত্তর করার দরকার নাই।

 কি ভাবে ব্যবহার করবেন তা জানতে পাবেন নিচের ভিডিও তেঃ