অবশেষে প্রবল চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস।
❏ক্ষমতায় ছিলেন: ৪৫ দিন। (ব্রিটেনে কোনো পধানমন্ত্রী হিসেবে সবচেয়ে কম সময় ক্ষমতায় থাকায় রেকর্ড)
❏পদত্যাগ করেন: ২০ অক্টোবর, ২০২২।
❏যে দলের নেতা ছিলেন: কনজারভেটিভ পার্টি।
❏তিনি যুক্তরাজ্যের তৃতীয় নারী প্রধানমন্ত্রী
১ম-ম্যার্গারেট থ্যাচার (লেবার পার্টি),
২য়- থেরেসা মে (কনজারভেটিভ পার্টি)।
❏৩ জন নারী প্রধানমন্ত্রী মেয়াদ পূর্ণ হবার পূর্বে পদত্যাগ করেন।
❏রাজা চার্লসের কাছে প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ- লিজ ট্রাস
❏রানী দ্বিতীয় এলিজাবেথ সর্বশেষ প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেছিল- লিজ ট্রাস কে