প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই প্রশ্নের উত্তর আরো অনেক আগেই দেওয়া উচিৎ ছিল আমাদের । কিন্তু ২০১৮ সালের নিয়োগ বিধি খুঁজে পেতে আমাদের কিছু সময় লাগার জন্য আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমাদের সময় লেগেছে। সেই সাথে আপনাদের সবাই কে অসংখ্যা ধন্যবাদ আমাদের কে প্রশ্ন করার জন্য । অনেকে দেখেছি ফেসবুকেও আমাদের Android App এর স্ক্রিনশট দিয়ে এই বিষয়ে প্রশ্ন করছেন , আমাদের ফেসবুক গ্রুপ গুলোতে । আপনাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য । সেই সাথে আপনাদের সবাইকে বিশেষ ভাবে অনুরোধ করবো , আপনাদের পরিচিত সকল চাকরির প্রার্থীদের সাথে আমাদের Android App Share করবেন । আপনাদের সহযোগীতা পেলে আমরা আরো বেশি ভূমিকা রাখতে পারবো আপনাদের সেবায় ।
নিয়োগবিধি, ২০১৮ এর তফসিল-২ বা তফসিল-৪ কি?
এখানে বলা আছে নিয়োগ বিধি, ২০১৮ এর তফসিল-০২ অনুযায়ী উত্তীর্ণ
আপনারা বেশি ভাগ ভাবতেছেন ২০১৮ সালে কোন পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
তবে আমরা যেটা লক্ষ্য করেছি সেইটা নিয়োগ বিধি এর পরে কমা নয়ে নিয়োগ বিধি-২০১৮ এর তফসিল-০২ অনুযায়ী উত্তীর্ণ এই রকম হওয়ার কথাছিল ।
নিয়োগ পরীক্ষা কি ভাবে হবে এইটা বুঝানোর জন্য আসলে এইটা দেওয়া হয়েছে । আবার আমরা এইটাও লক্ষ্য করেছি অনলাইনে আবেদন করার সময় এইটা জানতে চেয়েছে । আসলে ওখানে বুজাইছে এটা যে , তারা একটা পরিক্ষা নিবে। সেটায় আপনাকে পাস করতে হবে।তাই আপনি রাজি থাকলে Application হবে না হলে হবে না।
এখন আমরা আলোচনা করি নিয়োগ বিধি-২০১৮ এর তফসিল-০২ আসলে কি ঃ
নিয়োগ পরীক্ষা হবে যাতে বাংলা ২৫, ইংরেজি ২৫, গনিত ১৫, সা: ১৫। আর ভাইবা ২০। নুন্যতমো পাস মার্ক ৫০% ।এইটাই পাস করতে হবে। এই বিষয়ে নিচের ছবিতে দেখলেই বুঝতে পারবেন । আমরা নিয়োগ বিধি-২০১৮ এর তফসিল-০২ এর ছবি দিলাম। সাথে ৫২ পেজের নিয়োগ বিধি-২০১৮ এর পিডিএফ দিলামঃ Download
বিস্তারিত ছবি নিচেঃ