বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সম্প্রতি  ১৫ টি পদে মোট ২২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। ডাকযোগে পদগুলোর জন্য  আবেদন করা যাবে ০৫-১০-২০২১ পর্যন্ত। 

পদের নাম  পদসংখ্যা

১। ছাত্রকল্যাণ পরিদপ্তর।

(ক) চীফ মেডিকেল অফিসার (মেডিকেল সেন্টার)-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল ৬: ৫৬৫০০-৭৪৪০০/-। (খ) ফিজিক্যাল ইন্সট্রাক্টর (শারীরিক শিক্ষা বিভাগ)-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল ৮: ২২০০০-৫৩০৬০/-।

(গ) ইমাম (ড.এম.এ.রশীদ হল)-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল ৮: ২২০০০-৫৩০৬০/-। 

২। রেজিস্ট্রার অফিস

(ক) ডেপুটি রেজিস্ট্রার-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৮: ৪৩০০০-৬৯৮৫০/(খ) লিগ্যাল এডভাইজার/সহকারী রেজিস্ট্রার-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল ৮: ২৯০০০-৬৩৪১০/-।

(গ) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অফিসার-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল ৮: ২২০০০-৫৩০৬০/-। 

৩। আই.টি.এন সেন্টার

(ক) রিসার্চ অফিসার (টেকনিক্যাল/রিসার্চ)-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল ৮: ৪৩০০০-৬৯৮৫০/-।

(খ) রিসার্চ অফিসার-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/- | 

৪। কেমিকৌশল বিভাগ।

এক্সপেরিমেন্টাল ইঞ্জিনিয়ার-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৮: ২৯০০০-৬৩৪১০/- | 

৫। গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।

এক্সপেরিমেন্টাল ইঞ্জিনিয়ার-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৮: ২৯০০০-৬৩৪১০/-। 

৬। কেন্দ্রীয় লাইব্রেরি

প্রােগ্রামার-এর ১ টি স্থায়ী পদ। বেতন স্কেল ৮: ৩৫৫০০-৬৭০১০/-। 

৭। দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউট

(ক) প্রােগ্রামার-এর ১ টি স্থায়ী পদ। বেতন স্কেল ৮: ৩৫৫০০-৬৭০১০/-।

(খ) সহকারী প্রােগ্রামার-এর ১ টি স্থায়ী পদ। বেতন স্কেল ৮: ২২০০০-৫৩০৬০/-। 

৮। ভাইস চ্যান্সেলর অফিস

সহকারী রেজিস্ট্রার (কো-অর্ডিনেশন)-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৮: ২৯০০০-৬৩৪১০/-। 

৯। পরিকল্পনা ও উন্নয়ন পরিদপ্তর

সহকারী পরিচালক (পরিকল্পনা)-এর ১ টি স্থায়ী পদ। বেতন স্কেল ৮: ২৯০০০-৬৩৪১০/-। 

১০।যন্ত্রকৌশল বিভাগ |

ইট্রাক্টর ইন ড্রাফটিং (এম.ই)-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল ৮: ২২০০০-৫৩০৬০/-। 

১১। প্রকৌশল অফিস |

প্রশাসনিক অফিসার-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল ৮: ২২০০০-৫৩০৬০/-। 

১২।বুয়েট-জিডপাস |

সহকারী প্রােগ্রামার-এর ১ টি স্থায়ী পদ। বেতন স্কেল ৮: ২২০০০-৫৩০৬০/-। 

১৩। ডিএইআরএস অফিস

(ক) প্রশাসনিক অফিসার-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল ৮: ২২০০০-৫৩০৬০/-।

(খ) সহকারী ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার-এর ২টি স্থায়ী পদ। বেতন স্কেল ৮: ২২০০০-৫৩০৬০/-। 

১৪। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ

সহকারী টেকনিক্যাল অফিসার-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল ট: ১৬০০০-৩৮৬৪০/-।

 ১৫। পানি সম্পদ কৌশল বিভাগ

সহকারী টেকনিক্যাল অফিসার (ড্রাফটিং)-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-।

আবেদনেরযোগ্যতা 
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে  

চাকরি আবেদনেরবয়স

প্রার্থীর বয়স ২৫-০৩-২০২০  তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে  তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার  সন্তানদের   ক্ষেত্রে বয়স ৩২বছর     

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা বুয়েট ওয়েব সাইট (regoffice.buet.ac.bd)-Vacancy এর  ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ০৫-১০-২০২১ তারিখ পর্যন্ত জমা দিতে  পারবেন 


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: