২৬-০৩-২০০২ তারিখ থেকে ০৯-১১-২০০২ তারিখে জন্ম গ্রহণ করেছেন সেই সকল প্রার্থী এই পদ গুলোতে আবেদন করতে পারবেন। ২০২০ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ,সেই সময় আপনার বয়স ১৮ থেকে ৩০ বছর হয়েছিল এবং আপনার আবেদনের সুযোগ ছিল কিন্তু করেন নি তাহলে আর আবেদনের সুযোগ  পাবেন না। 

পরিবার পরিক্ল্পনা অধিদপ্তর সম্প্রতি ৩৬ টি পদে মোট ১৫৬২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ০৬-১০-২০২১ থেকে । আবেদন করা যাবে ১৫-১০-২০২১ পর্যন্ত। 

পদের নাম ও পদসংখ্যা


ফার্মাসিস্ট-275

মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব-148

মেডিকেল টেকনোলজিস্ট রেডিও-02

হেলথ এডুকেটর-01

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর-03

কম্পিউটার অপারেটর-01

ফিল্ড ট্রেইনার-01

প্রধান সহকারী-01

 হিসাব রক্ষক-03

উচ্চমান সহকারী-01

গবেষণা সহকারী-02

সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর-40

পরিসংখ্যান সহকারী-05

গুদাম রক্ষক-05

কোষাধ্যক্ষ-06

সহকারী লাইব্রেরিয়ান-02

ইপিআই টেকনিশিয়ান-01

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-159

টেলিফোন অপারেটর-02

ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর -01

ওয়ার্ড মাস্টার-02

লিনেন  কীপার-02

ইন্সট্রুমেন্ট কেয়ারটেকার-02

টিকেট  ক্লার্ক-04

স্টেরিলাইজার কাম মেকানিক-02

কিচেন সুপারভাইজার-01

রেকর্ড কিপার-01

কার্ডিওগ্রাফার-01

গাড়ী চালক-34

ইলেকট্রিশিয়ান-01

অফিস সহায়ক-404

এমএলএসএস/ নিরাপত্তা প্রহরী-374

নিরাপত্তা প্রহরী-09

ওয়াচম্যান-01

কুক হেল্পার-01

পরিচ্ছন্নতাকর্মী-64



আবেদনের যোগ্যতা 
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে । 

চাকরি আবেদনের বয়স

প্রার্থীর বয়স ২৫-০৩-২০২০ তারিখে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের   ক্ষেত্রে বয়স ৩২  বছর     

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://dgfp.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ১৫-১০-২০২১ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: