প্রাথমিকের সহকারী  শিক্ষক পদে  সম্প্রতি  অনির্দিষ্ট সংখ্যক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ২৫-১০-২০২০ থেকে । আবেদন করা যাবে  ২৪-১১-২০২০ পর্যন্ত। 

পদের নাম ও পদসংখ্যা

সহকারি শিক্ষক

আবেদনের যোগ্যতা 
আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।


চাকরি আবেদনের বয়স

২০-১০-২০২০ তারিখে বয়স সর্বনিম্ন  ২১ বৎসর এবং ২৫-০৩-২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে । তবে শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা  ৩২ বৎসর হবে । বয়স নিরূপণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।


আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (https://dpe.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ২৪-১১-২০২০ তারিখ পর্যন্ত জমা দিতে  পারবেন ।

এই পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের আপকামিং বই "জব'স পাসওয়ার্ড" পড়তে পারেন । বইটি ১ তারিখের মধ্যে প্রকাশ হবে।সর্বনিম্ন ৭০% প্রশ্ন কমনের টার্গেট নিয়ে “জব’স পাসওয়ার্ড” বইটি খুব দ্রুত আসতেছে..।

বইটি যাদের জন্যঃ  

বাংলাদেশের সকল সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য সর্বনিম্ন ৭০% প্রশ্ন কমনের টার্গেট নিয়ে বইটি রচিত হচ্ছে । বইটি মূলত তাদের জন্য যারা আজ পর্যন্ত কোন সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়নি ।  

যে পরীক্ষার জন্যঃ

সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ , শিক্ষক নিবন্ধন , মন্ত্রণালয় ও অধিদপ্তর সহ সকল সরকারি  চাকরির প্রস্তুতির  জন্য।

প্রধান বৈশিষ্ট্যঃ একসাথে সকল সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারবেন তাও আবার ৯০ দিনের পড়ার রুটিন অনুযায়ী ।  

বইয়ের বৈশিষ্ট্যসমূহঃ  

১। একটি বইয়ের মধ্যেই বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও কম্পিউটার সহ চাকরির পরীক্ষার জন্য যা প্রয়োজন সব থাকবে।

২। সকল বিষয় থাকলেও বইটি ৫০০-৫৫০ পেজের অধিক হবে না।

৩। গণিতের জন্য থাকছে নতুন অনেক সহজ নিয়ম এবং রিভিশন সুবিধা  ।

৪। অধ্যায় ভিত্তিক টিপিস থাকবে। যাতে সহজে বুঝতে পারেন এই অধ্যায়ের কোন প্রশ্নগুলো পরীক্ষায়   বেশী আসে।  

৫। বইটি শেষ করার জন্য রুটিন থাকবে এবং ফ্রিতে সেই রুটিন অনুযায়ী প্রতিদিন পরীক্ষা দিতে পারবেন।

৬। প্রতিটা অধ্যায় পড়ার পরে সেই অধ্যায়ের সকল প্রশ্ন কুইজ টেস্ট দিতে পারবেন পড়া যাচাই করার জন্য।

সর্বশেষ কথাঃ  এই বইটি রচিত হয়েছে একসাথে সকল সরকারি চাকরির প্রস্তুতি, সঠিক দিকনির্দেশনা অনুযায়ী পড়ার কৌশল, অধিক তথ্য সম্বলিত নির্ভুল আলোচনা এবং সর্বনিম্ন ৭০% কমনের টার্গেটের উপরে। এককথায় সরকারি চাকরি জন্য যা পড়া প্রয়োজন, সেই তথ্যগুলোই এখানে থাকবে ।

বইটি কেমন হবে দেখুন নিচের ছবিতেঃ    


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

 

ঘরে বসে আমাদের মাধ্যমে চাকরির আবেদন করবেন যেভাবে