রসায়ন বিভাগে নোবেল পুরস্কার পাচ্ছেন আমেরিকার জন বি গুডএনাফ, ব্রিটেনের এম স্ট্যানলি উইটিংহম ও জাপানের আকিরা ইওশিনো।

রসায়ন বিভাগে নোবেল পুরস্কার ঘোষণা করা হল। এ বছর রসায়নে নোবেল পাচ্ছেন তিনজন। রসায়ন বিভাগে নোবেল পুরস্কার পাচ্ছেন আমেরিকার জন বি গুডএনাফ, ব্রিটেনের এম স্ট্যানলি উইটিংহম ও জাপানের আকিরা ইওশিনো। লিথিয়াময়ন ব্যাটারি নিয়ে কাজ করার জন্য তাঁদের নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। উল্লেখ্য, এর আগে পদার্থবিদ্যা, চিকিৎসা বিজ্ঞান ও মেডিসিন বিভাগে নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে।