বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন সম্প্রতি ৫৪ টি পদে মোট ৩১৯ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ২-০৯-২০১৯ থেকে । আবেদন করা যাবে ১-১০-২০১৯ পর্যন্ত। 


পদের নাম ও পদসংখ্যা

মহাব্যবস্থাপক-২

 আঞ্চলিক পরিচালক-১

প্রধান নকশাবিদ-১

 উপ নিয়ন্ত্রক-১

 উপ-প্রধান প্রকৌশলী-১

 সম্প্রসারণ কর্মকর্তা- ২৭

 হিসাব রক্ষণ কর্মকর্তা- ৫

 শিল্পনগরী কর্মকর্তা-৪

মনিটরিং কর্মকর্তা- ২

 প্রশিক্ষণ কর্মকর্তা-১

 এনালিস্ট-১

 প্রযুক্তি কর্মকর্তা- ১

কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা- ১

 মূল্যায়ন কর্মকর্তা-২

 জরিপ তথ্য কর্মকর্তা-২

প্রমোশন কর্মকর্তা-১৩

 সহকারী  প্রকৌশলী সিভিল- ৩

 সহকারী প্রকৌশলী- ৪

 জনসংযোগ কর্মকর্তা- ১

 টেকনিক্যাল অফিসার- ৩২

 উপ-সহকারী প্রকৌশলী- ১

 মাস্টার  টেকনিশিয়ান-  ২

 ড্রাফটসম্যান-১

 কারিগরি কর্মকর্তা- ৩

 নকশাবিদ-৩

 মাস্টার ড্রাফটসম্যান- ৫

 সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর- ২

 হিসাব সহকারী-৩

 হিসাবরক্ষক তথ্য-২২

 পরিদর্শক- ১

 উচ্চমান সহকারী- ১

 স্টোর কিপার কাম হিসাব সহকারী- ৬

 ডরমেটরি সুপারিনটেনডেন্ট-১

 বিক্রয় সহকারী- ২

 নির্বাহী সহকারী- ১

 ডাটা এন্ট্রি অপারেটর- ১

 টেকনিশিয়ান-১১

 ক্রাফটসমান-২

 নকশা সরকারি- ৬

 অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক- ৬৫

কম্পিউটার মুদ্রাক্ষরিক- ৩

 রিসিপশনিস্ট কাম টেলিফোন অপারেটর- ১

 গাড়ী চালক-২

 ডার্করুম সহকারী-১

দক্ষ  তাঁতি- ১৩

 পাম্প চালক- ১৮

 কারিগরি সরকারি- ৬

ফিল্ডম্যান- ৪

 ফিল্ড স্টাফ- ১

 বার্তা বাহক- ২

 অফিস সহায়ক-৩

 গার্ডেনার- ৪

হেল্পার- ১৬

 পরিচ্ছন্নতাকর্মী- ১

আবেদনের যোগ্যতা 
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে । 

চাকরি আবেদনের বয়স

প্রার্থীর বয়স ০২-০৯-২০১৯  তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার  সন্তানদের   ক্ষেত্রে বয়স ৩২  বছর     

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://bscic.teletalk.com.bd/apply.php) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ১-১০-২০১৯ তারিখ পর্যন্ত জমা দিতে  পারবেন ।


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

Download PDF: http://bit.ly/2KPOB4B