বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)  সম্প্রতি অস্থায়ীভাবে রাজস্ব খাতের ৯ টি পদে মোট ৩৭ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।পদগুলোর জন্য আবেদন করা যাবে ২৮ জুন, ২০১৮ পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা

জুনিয়র ইঞ্জিনিয়ার-০৯, এস্টিনেটর- ০১, নিম্নমান সহকারী -কাম-কম্পিউটার অপারেটর-০৩,টিএমজি-৩ (মেশিন টুলস অপারেটর/টার্নার)-০২,  টিএমজি-৩(অটোমোবাইল)-০১, শিক্ষানবিস কারিগর(মেশিন টুলস অপারেটর/টার্নার) -১২, শিক্ষানবিস কারিগর(অটোমোবাইল)- ০২ , সাহায্যকারী -০৪

আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।

চাকরি আবেদনের বয়স

প্রার্থীর বয়স ২৮-০৬-২০১৮ তারখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তান্দের ক্ষেত্রে এবং প্রতিবন্ধী প্রার্থীদের  ক্ষেত্রে বয়স ৩২ বছর  ।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা  আবেদনপত্র পূরণ করে আগামী ২৮ জুন , ২০১৮ তারিখের মধ্যে সকল কাগজপত্র সহ আবেদন ডাক যোগে পাঠাতে হবে  ।

বিস্তারিত নিচেঃ