জাতীয় নদী রক্ষা কমিশন সম্প্রতি অস্থায়ীভাবে রাজস্ব খাতের ১৩ টি পদে মোট ২২ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ২৬ জুলাই ২০১৮ থেকে । অনলাইনে পদগুলোর জন্য আবেদন করা যাবে ৩০ আগস্ট, ২০১৮ পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা
সহকারী পরিচালক( প্রশাসন ও অর্থ ) -০১, সহকারী পরিচালক( গবেষণা ও পরিকল্পনা)- ০১, সহকারী পরিচালক( পরিবীক্ষণ ও সমন্বয়)-০১, সহকারী প্রধান(জীব বিজ্ঞান)-০১, সহকারী প্রধান(জিও টেকনিক্যাল)-০১ , সহকারী প্রধান( পরিবেশ ও প্রতিবেশ)-০১ সহকারী প্রধান(পানি প্রকৌশল) ০১, শকারী প্রোগ্রামার-০১, হিসাব রক্ষক-০১, সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর-০৩, ক্যাশিয়ার-০১, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-০৮, ডাটা এন্ট্রি অপারেটর-০১
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।
চাকরি আবেদনের বয়স
প্রার্থীর বয়স ৩০-০৬-২০১৮ তারখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তান্দের ক্ষেত্রে এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর ।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://nrcc.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ৩০ আগস্ট, ২০১৮ তারিখে পর্যন্ত জমা দিতে পারবে ।
বিস্তারিত নিচেঃ