ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত 'মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়' প্রকল্পের পাবনা জেলায় জনবল নিয়োগের জন্য পুনঃবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম ও সংখ্যা: শিক্ষক - ০৩ জন

বয়সসীমা: ২০/০১/২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। তবে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং তারা অগ্রাধিকার পাবেন।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি 'সহকারী প্রকল্প পরিচালকের কার্যালয়, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়, শ্রীশ্রীরাধাগোবিন্দ মন্দির, শালগাড়িয়া, পাবনা' এই ঠিকানায় পৌঁছাতে হবে।

আবেদনের সময়সীমা: ২১ জানুয়ারি ২০২৬ হতে ২৭ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৫:০০টা পর্যন্ত আবেদন করা যাবে।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: আগামী ২৯/০১/২০২৬ তারিখ সকাল ১০:০০টায় পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের লাইব্রেরী শাখায় লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্যান্য শর্তাবলী: প্রার্থীকে অবশ্যই সনাতন ধর্মাবলম্বী, সংশ্লিষ্ট এলাকার অধিবাসী এবং ন্যূনতম এসএসপি পাস হতে হবে। ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ