নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড-এ নিয়োগ বিজ্ঞপ্তি

জাপান ও বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি ‘নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড’ তাদের মার্কেটিং টিমে কাজ করার জন্য উদ্যমী ও পরিশ্রমী জনবল খুঁজছে। আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের (Walk-in-Interview) জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।

পদের নাম: মেডিক্যাল ইনফরমেশন অফিসার (Medical Information Officer)।

চাকরি বিবরণী/দায়িত্বসমূহ:

  • চিকিৎসকদের (Physicians) সাথে বৈজ্ঞানিক তথ্য আদান-প্রদান করা এবং প্রেসক্রিপশন জেনারেট করা।
  • কেমিস্টদের কাছ থেকে পণ্যের অর্ডার সংগ্রহ করা এবং বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা।

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী:

  • যে কোনো বিষয়ে মাস্টার্স অথবা স্নাতক ডিগ্রি (এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে)।
  • বয়স ৩২ বছরের নিচে হতে হবে।
  • বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করার মানসিকতা থাকতে হবে।

কর্মীদের জন্য সুযোগ-সুবিধাসমূহ:
নিপ্রো জেএমআই ফার্মা কর্মীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় সুযোগ-সুবিধা প্রদান করে থাকে, যার মধ্যে রয়েছে:

  • আকর্ষণীয় বেতন (ইন্ডাস্ট্রি মানের চেয়ে বেশি)।
  • টিএ/ডিএ (TA/DA)।
  • প্রভিডেন্ট ফান্ড (PF) ও গ্র্যাচুইটি।
  • পারফরমেন্স ইনসেনটিভ।
  • গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স।
  • লিভ এনক্যাশমেন্ট সুবিধা।
  • উৎসব বোনাস ও প্রফিট বোনাস।
  • বিদেশ ভ্রমণের সুযোগ।
  • প্যারেন্টস কেয়ার অ্যালাউন্স (বাবা-মায়ের যত্বের জন্য বিশেষ ভাতা)।
  • মোটরসাইকেল সুবিধা।
  • অন্যান্য আর্থিক সুবিধাসমূহ।

সরাসরি সাক্ষাৎকারের সময় যা সঙ্গে আনতে হবে:
আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত কাগজপত্রসহ সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে:
১. একটি হাতে লেখা আবেদনপত্র ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV)।
২. ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৩. জাতীয় পরিচয়পত্র (NID) এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি।
৪. যাচাইয়ের জন্য শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে রাখতে হবে।

সাক্ষাৎকারের সময়সূচী:

  • তারিখ: ২৫ ও ২৬ জানুয়ারি, ২০২৬।
  • সময়: সকাল ১০:৩০টা থেকে দুপুর ২:৩০টা পর্যন্ত।
    (বাছাইকৃত প্রার্থীদের আগামী ২৭ জানুয়ারি, ২০২৬ তারিখ থেকে কর্পোরেট অফিসে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে)

সাক্ষাৎকারের স্থান (কর্পোরেট অফিস):
ইউনিক হাইটস (লেভেল-৬),
১১৭, কাজী নজরুল ইসলাম এভিনিউ, রমনা, ঢাকা-১২১৭।

ওয়েবসাইট: www.niprojmipharma.com