তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একটি পদের লিখিত পরীক্ষার তারিখ ও কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

পদের নাম ও সংখ্যা: উর্ধতন হিসাবরক্ষক (১০ম গ্রেড) - মোট ৮২০ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

পরীক্ষার তারিখ ও সময়: ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দুপুর ১২:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্র: আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

প্রবেশপত্র সংক্রান্ত তথ্য: প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী:
১. পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ১৫ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে।
২. পরীক্ষায় ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে (৪ ঘণ্টা)।
৩. পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে সায়েন্টিফিক ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ