নিয়োগ বিজ্ঞপ্তি: ঢাকা আহ্ছানিয়া মিশন
(Dhaka Ahsania Mission, Health Sector Job Circular 2026)
পদের নাম: মেডিকেল অফিসার
বিভাগ: স্বাস্থ্য খাত (হেলথ সেক্টর)
প্রতিষ্ঠান: আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র
ঢাকা আহ্ছানিয়া মিশন (ড্যাম) ১৯৫৮ সালে প্রখ্যাত শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক খান বাহাদুর আহ্ছানউল্লা কর্তৃক প্রতিষ্ঠিত একটি অলাভজনক বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থার স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের আওতায় পরিচালিত “আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, শ্যামলী, ঢাকা”-এর জন্য একজন দক্ষ ও স্ব-প্রণোদিত ‘মেডিকেল অফিসার’ নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস (MBBS)।
- অতিরিক্ত যোগ্যতা:
- যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে সিএমইউ (CMU) সম্পন্ন হতে হবে।
- মেডিসিন এবং আল্ট্রাসনোগ্রাফিতে অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।
- অভিজ্ঞতা: যেকোনো স্বনামধন্য হাসপাতালে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা। তবে নতুনদেরও (Freshers) আবেদনের জন্য উৎসাহিত করা হচ্ছে।
চাকরির দায়িত্বসমূহ
- মেডিকেল বিভাগের দৈনন্দিন কার্যক্রম ও রুটিন কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা।
- প্রতিষ্ঠানের নিয়ম-কানুন ও নীতিমালা মেনে কাজ করা।
- মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক ও বার্ষিক কর্মপরিকল্পনা এবং প্রতিবেদন (লক্ষ্য বনাম অর্জন) তৈরি করা।
- মেডিকেল বিভাগের উন্নয়নের জন্য পরিকল্পনা ও সমন্বয় করা।
- ক্লায়েন্টদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সাথে পেশাদার সম্পর্ক বজায় রাখা।
- রোগীদের ফলোআপ নিশ্চিত করা এবং কেন্দ্রের অন্যান্য বিভাগের সাথে যথাযথ সংযোগ রক্ষা করা।
- উইথড্রল ম্যানেজমেন্ট (Withdrawal Management), ওরিয়েন্টেশন এবং ক্লায়েন্টদের মানসিক সহায়তা প্রদান করা।
- কাউন্সিলরের সাথে সাইকোসোশ্যাল থেরাপি প্রক্রিয়ায় সহায়তা করা।
- রিকভারি গ্যাদারিং বা সেমিনার মনিটরিং ও প্রস্তুতি গ্রহণ।
- প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা।
- ক্লায়েন্টদের রক্তচাপ, তাপমাত্রা, ডায়াবেটিস এবং ওজন পরীক্ষা করে নথিপত্র সংরক্ষণ করা।
- সপ্তাহে অন্তত দুটি সেশন পরিচালনা করা (এইচআইভি/এইডস, এসটিডি, স্বাস্থ্যসেবা ইত্যাদি বিষয়ে)।
- বায়ো-সেফটি বা সার্বজনীন সতর্কতা (Universal precaution) নিশ্চিত করা।
- প্রোগ্রাম স্টাফদের সহযোগিতায় উইথড্রল সিম্পটম বা উপসর্গগুলো ম্যানেজ করা।
- অ্যাবসেস (Abscess) ম্যানেজমেন্ট এবং যেকোনো জরুরি চিকিৎসা সহায়তা প্রদান।
- সেন্টার ম্যানেজার কর্তৃক অর্পিত অন্য যেকোনো দায়িত্ব পালন করা।
চাকরির ধরন ও কর্মস্থল
- চাকরির ধরন: ফুল টাইম।
- কর্মস্থল: শ্যামলী, ঢাকা (অফিসে কাজ)।
- লিঙ্গ: শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন।
আবেদন করার আগে যা জানা জরুরি
- ধূমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই।
- যেহেতু এটি নারী মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, তাই শুধুমাত্র নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- ঢাকা আহ্ছানিয়া মিশনের সকল কর্মীকে সংস্থার আচরণবিধি এবং সেফগার্ডিং পলিসি (যৌন হয়রানি, অপব্যবহার ও আর্থিক অসদাচরণের বিরুদ্ধে জিরো টলারেন্স) কঠোরভাবে মেনে চলতে হবে।
আবেদনের নিয়মাবলি
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের একটি কভার লেটার, দুইজন প্রফেশনাল রেফারেন্স, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং যোগাযোগের নম্বরসহ সিভি (CV) পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
ইমেইলে আবেদন:
আপনার সিভি পাঠিয়ে দিন এই ঠিকানায়: hr@amic.org.bd
সরাসরি/ডাকযোগে আবেদন:
পরিচালক, স্বাস্থ্য ও ওয়াশ সেক্টর
ঢাকা আহ্ছানিয়া মিশন
বাড়ি-১৫২, রোড-৬, ব্লক-ক, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭।
(খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে)
ওয়েবসাইট:
www.amic.org.bd
Company Information
Dhaka Ahsania Mission, Health Sector
Follow
Address:
House-152, Block-Ka, PC Culture Housing Society, Shyamoli, Dhaka-1207