নৌপরিবহন অধিদপ্তরের অধীনে সরকারি ও বেসরকারি মেরিটাইম শিক্ষা বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের “সমন্বিত মেরিন ক্যাডেট ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬”-এর লিখিত পরীক্ষার সময়সূচী এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার তারিখ ও সময়:
আগামী ০৫ জানুয়ারি ২০২৬ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় সকাল ৯:৩০ মিনিট থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত। প্রার্থীদের অবশ্যই সকাল ০৮:৩০ মিনিটের মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।

পরীক্ষার স্থান:
শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, ঢাকা।

প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত তথ্য:
প্রার্থীগণ ০১ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ১০:০০ টা থেকে নৌপরিবহন অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট (www.dos.gov.bd) এর মাধ্যমে অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য রঙিন প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।

পরীক্ষার মানবণ্টন ও নিয়মাবলী:
মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা ৩ ঘণ্টা স্থায়ী হবে। বিষয়গুলো হলো: পদার্থবিজ্ঞান (২৫), গণিত (২৫), ইংরেজি (২৫) এবং বাংলাদেশ ও সাধারণ জ্ঞান (২৫)। পরীক্ষার্থীগণ সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন, তবে মোবাইল ফোন, ঘড়ি বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ